STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Fantasy

3  

Nityananda Banerjee

Comedy Fantasy

পাতা ঝরার দিন

পাতা ঝরার দিন

1 min
195


নব মঞ্জরী তরে  সবুজ পত্রিকা ঝরে

    স্থান দিতে কচি কিশলয়ে,

তরুণ তরুণী বৃদ্ধ  অসম সাহসে ঋদ্ধ

     ঝরে যায় বসন্তের লয়ে।

বিবর্ণ বসন্ত আসে  বিকর্ণ হসন্ত ত্রাসে

      বিকশিত মুকুলে পল্লবে,

জীবন যৌবন সবি  বসন্তের মহাকবি

      ঝরাপাতা মৃত্তিকা বল্লভী।

ফাল্গুন চৈত্রের বেলা  শাখে শাখে করে খেলা

      কুহু কুহু তানে মুখরিত,

মুণ্ডিত মস্তক বৃক্ষ   অনাবৃত করে বৃক্ক

       সময়ের কালে মঞ্জরিত ।

কিশলয় যায় ঝরে    অকালে মৃত্তিকা পরে

       সৌজন্যে এডিনো ভাইরাস,

তবু জীবনের খেলা    কাটাইয়া কালবেলা

        বৌদ্ধিক চরণ যার ত্রাস ।


       



Rate this content
Log in

Similar bengali poem from Comedy