পাপে ভরা সংসারে
পাপে ভরা সংসারে
পাপে ভরা সংসারে
মানিক চন্দ্র গোস্বামী
পাপের ঘড়া পূর্ণ হয়েছে
পাপীদের সংসারে,
চাহিদার তবু শেষ দেখি না তো
অসৎ এই পরিবারে।
ছলে, বলে আর কলা কৌশলে
ভুল বোঝানোর পালা,
সুযোগ খুঁজে ঝোপ বুঝে কোপ
অনুতাপ ঘরে তালা।
চালাকির পথে স্বার্থসিদ্ধির
লক্ষ্য সামনে রেখে,
আখের গোছানো তরে,
নম্র স্বভাবী মানুষকে প্যাঁচে ফেলে,
নিঃস্ব করিছে তারে।
বেড়েছে ঈর্ষা, লোভ ও লিপ্সা
হৃদয় হয়েছে কঠোর,
মায়া, মমতা, প্রেম, ভালোবাসা
বিকৃত জ্বালা জঠর।
গায়ের চামড়া বেজায় মোটা,
লজ্জার মাথা খেয়ে,
হাত পেতে আছে সুকৌশলে,
মান্যতা গেছে ধুয়ে।
কড়ি ফেললেই তেল পাওয়া যায়
মাখো তুমি যত খুশি,
বিনা পয়সায় তোমার কপালে
কিল, চড়, লাথি, ঘুষি।
ছন্নছাড়া এই যে সমাজ
লোভের আগুনে পুড়ে,
শেষ হয়ে গেলো জীবনের কাল
দোরে দোরে ঘুরে ঘুরে।
চাইনা এমন নিকট বন্ধু
পেছনে মারছে ছুরি,
প্রার্থনা শুধু দেবতার সনে
শেষ হোক বাড়াবাড়ি।
