পাহাড়ে সূর্যোদয়
পাহাড়ে সূর্যোদয়
কতো ভেবেছি ঘুরে বেড়াবো, যাবো বহুদূর,
এমন জায়গা যেখানে যেয়ে ছুঁতে পারি রোদ্দুর।
কখনো হয়নি আমার কোথাও ইচ্ছামতো যাওয়া,
ঘুরাঘুরি যেনো কোনো অসাধ্য এক চাওয়া।
কতো ভেবেছি হেঁটে পাড়ি দিবো, শত শত পথ ঘাট,
ভাবনা বিহীন থাকবে সবই খায় দায় বাজার হাট।
হয়নি কখনো পূর্ন আমার অনেক দৃঢ় চাওয়া,
পূর্ণ হয়নি আমার চাওয়া গুলো না পাওয়া।
ছুঁয়ে দেখিনি কোনোদিন ঐ স্বপ্ন দেখেছি শুধু,
যেখানে শুধু মিলেছে স্বপ্ন মরুভূমির বালুকা ধুধু।
হয়নি,কখনো দেখা আমার পাহাড়ে সূর্যোদয়,
আমার চাওয়া রয়ে গেছে আজও শুধুই স্বপ্নময়।
~~নিরুদ্দেশ পরী, ইচ্ছা।
