পাবি কোথায় দুই
পাবি কোথায় দুই
গোপন ডেরায় রাতকে ডাকি সঙ্গে থাকিস তুই,
এক হয়ে যাই সুযোগ পেলেই থাকে না ত দুই।
মিলতে থাকে হৃদয় তারে অনুরাগের সুর,
নিকট খুঁজে ভুলতে থাকি যত আছে দূর।
প্রাচীর জুড়ে শ্যাওলা জমে আঁধার করে ক্ষণ,
ধুইয়ে দেবো প্রণয় রাগে স্বচ্ছ রবে মন।
লাল পলাশ আগুন আলো রাঙা হলো তাই,
এক জোয়ারে ভাসবে সাগর ডুববে মন টাই।
আমরা লিখি প্রাণের কথা মনের পাঁচালী হায়,
মিলন সুখে গলে গিয়ে মন মজালি তায়।
তোর ভুবনে আমার যে ঘর সেই ঘরেতে তুই,
এক হয়েছি সেই যে কবে পাবি কোথায় দুই।