STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

ওমিক্রন

ওমিক্রন

1 min
201

ওরে ও ওমিক্রন !

কেন করিস তুই সবাইকে জ্বালাতন?

তোর আক্রমণে ধরাশায়ী কত কলাকার 

ঘরে ঘরে ওঠে বিলাপ আর হাহাকার

ছোট্টো একটি বীজনু তুই

তোর পরাক্রমের তুলনা নেই

কত শত রূপ যে তোর

তাই তো তোকে চেনা ভার

মানুষের ঘ্রাণ শক্তি, স্বাদ শক্তি

করিস তুই নিষ্ক্রিয়, নেই মুক্তি

মানুষ সমাজ যে আজ তোর ফাসে আক্রান্ত 8x

কত লোক গেল চলে , ফেলে পরিবার শোক সন্তপ্ত 

কবে যে থামবে ওমি ক্রন ঝড়

মানুষ সমাজ হবে দুঃখ দরিয়া পার

আবার আসবে প্রাণঘাতী নূতন প্রজাতি 

কি করবে মানুষ, নেই যে তার শক্তি

বার বার কেন ওরে তুই দিস চুনৌতি

প্রভু দাও বলে কবে হবে এর পরিসমাপ্তি!

প্রদুষণ মুক্ত, বিজানু মুক্ত হবে আমার ধরা

সবার মুখে বইবে যে হাসির ঝর্না

 ধারা। 

সুখ শান্তি  ম ঐত্রির হবে চির বাস

থাকবে না কারো মনে ভয় সন্ত্রাস

ভগবানের শ্রেষ্ঠ কৃতি তুমি হে মানুষ

দেখাও তোমার ধৈর্য্য , পরাক্রম,সাহস 

পৃথিবী কে করো পবিত্র চির সুন্দর

চারি দিকে অরূপের রূপ মনোহর ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract