STORYMIRROR

Arijit Ojha

Classics

4.0  

Arijit Ojha

Classics

ন্যায়বিচার-পর্ব ২

ন্যায়বিচার-পর্ব ২

1 min
443


রাজদ্রোহের সংজ্ঞাতে, বেঁধে রাখা অহেতুক প্রশ্নগুলো,

শাসন না মানা এক দুরন্ত বেয়াদবিতে,

ধাক্কা দিয়ে চলেছে মনের দরবারে।


মিথ্যে বলবনা,

মোমবাতি মিছিল, আর হাজার হাজার বুদ্ধিদীপ্ত ডিজিটাল পোস্টের মাঝে,

আমারও যে একটা আঁতেল উপস্থিতি ছিল,

তা স্বীকার না করে উপায় নেই।

তাই অসুর নিধন যজ্ঞের, পরিকল্পিত বলিদান পর্ব,

আর পাঁচটা দর্শকের মতোই,

উল্লাসিত করেছিল আমাকেও ।

সেই বিশাল উৎসবের ঝাঁ চকচকে আলোয়,

যখন চোখ ধাঁধিয়ে উঠেছিল আমাদের,

তখন সেই আলোর তৈরি ছায়ায়,

চুপিসারে আঘাত হেনেছিল,

আরও গুটি কয়েক রক্তবীজের বংশধর।

সেই পুরাকালের নিয়মে,

রক্তক্ষরণ আর পাপের শাপমুক্তি যে এক নয়,

কঠিন ব্যাঙ্গে বুঝিয়ে দিয়েছিল আবার।


আর আমরা ?

সত্যকে স্বীকার করার ভয়ে

সাজানো শান্তনার মোরকে,

লুকিয়ে ফেলেছিলাম নিজেদের।


তবুও অবিবেচকের মতো, অজ্ঞতায় প্রশ্ন তোলা,

কিছু সন্দিহান মন,

জ্বালতে চেয়েছে একটা নতুন মশাল।

যারা চেতনার আগুনের নরম আঁচে,

এই ছড়িয়ে পড়া মারাত্মক মড়কটাকে,

জ্বালিয়ে দিয়ে, অসুরকেই বদলে দেবে দেবতাই।


হয়তো সেই আলোতেই লুকিয়ে আছে,

দীর্ঘ অপেক্ষাই দাড়িয়ে থাকা,

বিশ্বাস হারানো দণ্ডধারকের শাপমুক্তী।


Rate this content
Log in

Similar bengali poem from Classics