নষ্টমেয়ের বৃষ্টিকথা..
নষ্টমেয়ের বৃষ্টিকথা..


আকাশ জুড়ে মেঘ করেছে
এখন বোধহয় বৃষ্টিদিন,
বৃষ্টির কাছে গচ্ছিত আছে
দেনা পাওনা হিসেবী ঋণ....
বুকের ঘরেও মেঘ ঘিরেছে
বেহিসেবি কালোর স্তুপ,
আমার আমি এলোমেলো
তোমার কাছেও অন্যরূপ....
ঝলসে ওঠা বাজের ক্ষত
বৃষ্টিদিনে স্পষ্ট হয়,
নষ্টমেয়ের রূপকথা সব
বর্ষাজলে ঢাকে সংশয়....
ঘরে বাইরে বরষা মুখর
বাদল আসে মুষলধারে,
চেনা রিংটোন অচেনা হলেও
যেতে চাইছে বারেবারে....
আকাশ ঘিরে মেঘ জমেছে
ফোটায় ফোটায় তোমার নাম,
স্নান সারছি পাঁজর ভেঙ্গে
লোমকূপেতে তোমার ঘাম....
তোমার শহর বৃষ্টি মাখে
আমার শহর ভেসে যায়,
তোমার-আমার কথোপকথন
আজকে তারা নিরুপায়....
জানলা কাঁচে আঙুল রাখি
বর্ণমালা কুয়াশাময়,
নষ্টমেয়ের মনের কথা
বর্ষাজলেই স্পষ্ট হয়...................