নিলাম
নিলাম


চোখের আলো ফুরিয়ে এল
পুরোনো একটা হৃৎপিণ্ড করছি এখন নিলাম
দর হাঁকো , দর হাঁকো
বাঁচার জন্যে যথেষ্ট নয় খাবার
ইচ্ছে করছে ঘুমের শেষে ফের আকাশটা পাবার।
দর হাঁকো , দর হাঁকো
নদী ডাকছে , বাজনা বাজছে, নড়ছে বাঁশের সাঁকো
এই বেলা, এই বেলা
বুক পেতেছি বাতাসেতে, জামার বোতাম খোলা
হারাতে পারি ঝড়ে
তার আগে কি রাখবে বুকে আমায় যত্ন করে ।