STORYMIRROR

Nabanita Patra

Inspirational Others

3  

Nabanita Patra

Inspirational Others

নিজের অস্তিত্ব গঠন

নিজের অস্তিত্ব গঠন

1 min
186

শুধু তোমার জন্য জন্ম নিয়েছি মায়ের কোলে,

দেখেছি পৃথিবীর আলো,

   শুধু তোমাকে দেখব বলে।


হয়েছে আমার বর্ণপরিচয়,

   শুধু তোমার সাথে কথা বলব বলে।

মানুষের সাথে হয়েছে পরিচয়,

   শুধু তোমাকে চিনবো বলে।


তোমাকে গান শোনাব বলে,

   শিখেছি আমি পাখিদের কাছে গান।

তোমার সাথে বইবো বলে,

   পেতেছি আমি ঝর্ণার বুকে কান।


ভিজেছি আমি বৃষ্টিতে,

   শুধু তোমাকে শ্রাবন ধারায় ভেজাবো বলে।

চড়া রোদ্দুরে জ্বলেছি আমি,

   শুধু তোমাকে ছায়া দেবো বলে।


মনের ক্যানভাসে ভরেছি রং,

   শুধু তোমাকে রাঙাবো বলে।

দূর-দূরান্তরে দিয়েছি পাড়ি,

   শুধু তোমাকে খুঁজবো বলে।


সময়ের সাথে মিলিয়েছি তাল,

   শুধু তোমার সাথে চলবো বলে।

ভালোবাসতে শিখেছি আমি,

   শুধু তোমাকে ভালোবাসবো বলে।


তোমার আমি রেখেছি মান,

   শুধু নিজে অভিমান করব বলে।

নিজের সত্ত্বাকে করেছি প্রজ্জ্বলিত,

   শুধু তোমাকে অস্তিত্বে আনব বলে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational