নিজেকে ভালোলাগে না
নিজেকে ভালোলাগে না
মাঝে মাঝে যা দেয় পাতে
ওটাকেই ভাবি যথেষ্ট
আরো খিদে পাচ্ছে বলে
কেন করি মুখ নষ্ট ।
কিছুটাই প্রাপ্য ছিল
বেশিতেতো চরিত্র শেষ
কি চেয়েছি আর কি দিল
ভেবে যদি আসে বিদ্বেষ!
তাই আর চোখ তুলি না
চোখে ঠুলি ঘোড়ার মত
ছুটে চলি কথা বলি না
বললে তো বলাই যেত ।
বললে তো সবই তেঁতো
বিষ পানে বিষাক্ত মুখ
মাথাতে ব্যাঙের ছাতা
ত্যাগ করি কেন সেই সুখ ।
আরামের শীতের পোশাক
গরমে্র ঠান্ডা ঘর,
ছেড়ে যদি যাই পথেতে
পথে ওড়ে ধুলোর ঝড় ।
ক্ষতটা বুকের ভেতর
ছি ছি বলে সেখনে কেউ
বাইরেতে সুশীল সমাজ
ঘরেতে বিদ্রোহী ঢেউ ।
নিজেকে ভালোলাগে না
নিজেকে অচেনা লাগে
নিজেকে খুঁজছি রোজই
কেমন আমি ছিলাম আগে !