নীরবতা
নীরবতা
নীরবতা
তুমি বড় সুন্দর'
দেখি না কোথাও কারো মাঝে এত গভীরতা
নিঃশব্দে কত কথা তুমি যাও বলে
যে বোঝার ঠিক বুঝে নেয়
সতেজ শ্রবণেন্দ্রিয় যার শুনতে সে পায়
যার দেখার সে অন্তদৃষ্টিতেই দেখে নেয়।
নিশ্চুপ আমিও হয়ে যাই
যখন তোমায় গভীরে জানতে চাই
বোজা চোখেও তখন তোমায় দেখতে পাই।
কেউ বলে আমি নাকি অভিমানী
কেউ ভেবে নয় বদরাগী
সত্যি বলতে আমারে কি আমিও চিনি?
তবে তুমি ঠিক চেনো আমি জানি।
সময়ের অজুহাতে কত অবহেলা আসে ধেয়ে
অষ্টপ্রহর তুমি আমি দেখি চেয়ে
যে যার খুশি কুড়িয়ে না নিতে পারা
যার যার ব্যর্থতা
সে কথা তুমি বলেছ আমায় কতবার
প্রিয় নীরবতা
কোলাহল প্রিয় নই
তাই তো তোমার সাথে আমার গভীর সখ্যতা
চাওয়া-পাওয়ার ভিড়ে চাইনা নিজেরে হারাতে
তোমার সাথেই আছি আমি ভালো
তাইতো তোমায় বাসি এতো ভালো।

