STORYMIRROR

Subhankar Ghosh

Romance Tragedy Classics

3  

Subhankar Ghosh

Romance Tragedy Classics

নীরব অভিমান

নীরব অভিমান

1 min
173

তুমি চাইলে মেঘ হবো,

কিংবা চোখে হবো নীল আকাশ।

নিদান কালের সঙ্গী হবো,

হবো তোমার নিঃশ্বাসের বাতাস।

তুমি চাইলেই মিষ্টি রোদের খামে,

হবো ঝরাপাতার চিঠি।

তোমার আকাশে ধ্রুবতারা হয়ে,

জ্বলবো মিটিমিটি।

তুমি চাইলে চৈত্র দিনের বৃষ্টি হয়ে,

তোমাকে দিবো ছুঁয়ে।

চোখের বিষাদ সব দূর করে,

কষ্ট দেব ধুয়ে।

ভেবেছিলাম এইসব মনে মনে,

রেখেছিলাম হৃদয় জুরে।

দেখাটাই হয়ে থাকলো বাকি,

বিধস্ত এই মনের কুঁড়ে ঘরে।


মন বলেছে অনেকবার

স্মৃতির প্রীতি ভাসে

শুভঙ্কর যে তোমাকেও

গোপন ভালোবাসে ।

এই কথাটি বলতে নাকি

সাহস তাহার আছে

নীরবে সে চুপিসারে

তোকেই ভালোবাসে ।

ভালোবেসে তোকে নিয়ে

স্বপ্ন বুনে ছিলাম

রূপকন্যা স্মৃতি তুই যে

তাই হৃদয়ে ঠাই দিলাম ।

এরপরেও কি আমায় তুমি

করবে নাকি হেলা

তোমার দোহায় ! লাগে যদি

আর দিওনা জ্বালা ।

বুঝতে কি পারো সেয়স্রী তুমি

আমার মাথা নিচু

এবার যদি হাতটা ধরি

খারাপ ভাববে কিছু ।




Rate this content
Log in

Similar bengali poem from Romance