STORYMIRROR

Subhankar Ghosh

Abstract Romance Tragedy

3  

Subhankar Ghosh

Abstract Romance Tragedy

তুমিতো এমন ছিলে না

তুমিতো এমন ছিলে না

1 min
206

কতদিন যে বয়ে গেলো

কত যে রাত পার হলো

একটি বারও খবর নিলে না,


ভাবতেই জলে ভরে আখিঁ

তবুও আমি আশায় থাকি

তুমিতো এমন ছিলে না।


যে তুমি না দেখলে একবার আমায়

ঝড়াতে অশ্রু দুটি চোখের পাতায়

মনে হয় যেনো দেহে প্রানটা থাকতো না,


সেই তুমিই আজ ভুলে গেছো

হয়তো অনেক সুখেই আছো

ভুল করেও খবর নিলে না।


ভাবি যতই অবাগ লাগে

মনে আমার কষ্ট জাগে

ভুল করেও কি আমায় মনে পড়ে না,


কেমন করে সব ভুলে গেলো

কোন অপরাধের কষ্ট দিলে

 তুমিতো এমন ছিলে না।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract