নীলগ্রহ
নীলগ্রহ
আমাদের বাড়ি নীল গ্রহ
ঠিকানা মহাকাশ
কোটি কোটি তারায় ভরা
আমাদের বাড়ির চারপাশ।
মহাকাশের অন্য বাড়িতে কি
এভাবেই ভোর হয়? জানা নেই
বৃষ্টি কি কথা বলে অন্য কোথাও?
পাখিদের গান, এমন সুন্দর ফুল
কি ফোটে আরো কোথাও?
জানা নেই। শুধু জানি
আমরা মানুষ, এই বাড়ির
সবচেয়ে বুদ্ধিমান প্রাণী,
এক হয়ে এগোবো ভবিষ্যতের দিকে,
যুদ্ধ নয়, বেছে নেবো শুধু শান্তিকে।