Bipattaran Misra

Classics

5.0  

Bipattaran Misra

Classics

নীল নির্জনে

নীল নির্জনে

1 min
1.4K


সেদিন সাগর বেলায় নীল নির্জনে 

একটি জাহাজ রেখা -- 

ছায়ার মতো ডাকে আয় আয়! 

ওই জাহাজ ভেসে যায় 

দূর দেশান্তরে --

অচেনা নির্জন প্রবাল দ্বীপের ধারে! 

ওই নীল জলধি আমার আকন্ঠ নেশা! 

হাতছানি দেয় অগনিত ঢেউ 

সারাদিন সারারাত! 

নীলাচল পুরী আমার স্বপ্ন দেখা 

রূপকথা দেশ! 

স্বপ্ন সত্যি হলো --

পাড়ি দিলাম রেলের রথে 

সাত সমুদ্র তেরো নদী পার! 

সমুদ্র গর্জনে আমি আকুল! 

জলে নেমে উঠবো না আর --

নিমাই এর মতো নীল জলে লীন!  

বেলাভূমে বসে বসে 

বেলা যায়, রাত হয় --

তৃষ্ণা মেটে না তবু! 

মন্দির নগরীর মন্দিরের সুষমা! 

কোনার্ক এর ইতিহাস!

ধৌলির বুদ্ধের শান্তি! 

নন্দন কানন এ জীব বৈচিত্র! 

প্রবাদ প্রতিম চিল্কার 

নরম সুন্দরের ব্যাপ্তি! 

আমি অনাবিল আনন্দে উদ্বেলিত! 

আমি বার বার ফিরে যাবো নীল নির্জনে। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics