নীল খাম - মধুমিতা দেবনাথ
নীল খাম - মধুমিতা দেবনাথ
আমার কিছু ভাল্লাগেনা দিন...
আমার কিছু প্রেমিকা হাঁসফাঁস,
আমার যতো ঝগড়াঝাটি রাত..
পাশ ফিরে তুই কোনদিকে তাকাস..!
যতোই তোর নিজস্ব ভোর ঘুম..
যতই থাক আদর অধিকার...,
একলা হলে খুন হয়ে যায় মেঘ..
কান্না ঝড়ায় মিথ্যে অঙ্গীকার..।
আমার কিছু বিবাগী শুকতারা..
আমার কিছু পাল্টানো ডাকনাম,
বিরহী পুরের ঘুমন্ত মেলবক্স..
ঠিকানা ছাড়া ইশারা নীল খাম...।

