নিঃশব্দ শান্তি রমণীর গুণে
নিঃশব্দ শান্তি রমণীর গুণে


রোজ জোগাড় করে তুলে আনতে হয় বেশ কিছু টাটকা ফুল
ঘরের পুজোর ঘরে
শুনেছি ফুলের সুবাস থাকলে ঘরময় সংসারের ভুল হয় না
যদিও সংসার সুখের রমণীর গুণে ।
বৌ এর প্রতিদিনের রুটিন
সকাল সকাল স্নান সেরে সাঁজো কাপড় গা পেড়ে
নিজের হাতে মালা গাঁথা আধো অল্প হাঁটু গেড়ে
ঠিক মাপের হল কি না দু’চোখে ঘুরিয়ে দেখা
গুনগুনিয়ে গানের দুকলির ধারায়&n
bsp; শুশ্রুষা মাখা
পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে
গোড়ালি যথাসম্ভব উঁচিয়ে দেওয়ালে
পেরেকে আটকানো কাঠের ফ্রেমে
তাঁদের কাগজের তেলচিটে ছবির মাথায়
কালকের বাসি মালা ফেলে
আজকের টাটকা মালা ঝুলিয়ে রাখা
যাঁরা অনেক দিন আগেই চলে গেছেন
আমাদের আগামীদিনের অন্ধকার অনেকটা ফর্সা করে
কৌটোর ঝাঁকায় ক্ষয়ক্ষতির মাশুল চুকিয়ে।
যদিও নিঃশব্দ শান্তি রমণীর গুণে ।