নদীর স্রোত
নদীর স্রোত
বহু স্রোত দেখল মানুষ বহু নদীর থেকে;
কিন্তু মন নদীর কত স্রোত পড়ল না তার চোখে।
হৃদয় স্রোত আছড়ে পড়ে হৃদয় নদীর পাড়ে;
আমার হৃদয় পড়ল ভেঙ্গে হৃদয় স্রোতের জোরে।
একটিবারও দেখল না কেউ হৃদয়ে চোখ রেখে।
আমার মনের ভিটে বাড়ি হারিয়ে গেল পাষাণ-পাথর স্রোতে;
কোন বাড়িতে ঠাঁই পাবে মন অচেনা এই ভবে।
কোন চোখে তে দেখব আমি স্রোতের এই খেলা;
সব চোখের ই চাহনিতে পাই হাজার অবহেলা।
নিঃসঙ্গতা একাকী যায় রে বয়ে স্রোতের এই জ্বালায় ;
একটা মনও নেইরে পাশে পড়ন্ত এই বেলায় ।
