STORYMIRROR

Nandita Pal

Classics Fantasy

3  

Nandita Pal

Classics Fantasy

নদী

নদী

1 min
101

যেদিন হিমবাহ দেখেছিলাম,

দুর্গম রাস্তা, পৌছতে বুকে হাফ ধরে,

আনেক্ কষ্টে তোমায় ছোঁয়া,

কঠিন, ভীষণ ঠাণ্ডা, বিশাল আকার,

তুমি গর্ভে ধরেছ নদী,

তুমি স্থির, নতুনকে দেবে গতি।


পাহাড়ের কোলে সোনা আকাশের নদী।

প্রবল গতি,

পাথর এবড়ো খেবড়ো, নিমেষে পেরোও,

ঠিকানা খোঁজো মোহনার,

মেঘের কাছে, বনানীর কাছে,

মুহূর্তে মাইলের পর মাইল হারাও।


ভারী স্রোতে পূর্ণ যৌবনা তুমি নদী,

দুকুল দেখা ভার,

দুপাশে সভ্যতার পরিসর।

বার্তা পেয়েছ সাগরের, সাজো অভিসারের,

হাওয়া বাঁধে বেনী, আকাশ দেয় নীল শাড়ী।

মেঘের তুলোয় খোঁপা,

তুমি দাও সাগরের সাথে জীবন পাড়ি।


তোমার না থেমে চলা,

ভালো মন্দ উপেক্ষা করে নীরব গতি,

তোমারে যে সব কথা বলতে পারি,

বলতে পারি সব না বলা কথা বয়ে নিয়ে যেতে,

যখন আমি থাকব না, রইবে তুমি ভরা স্রোতে।

বইবে তুমি যুগান্তর পেরিয়ে গহীন সমুদ্রেতে।

       



Rate this content
Log in

Similar bengali poem from Classics