নব্য নায়ক
নব্য নায়ক
Week - 10
নব্য নায়ক
মানিক চন্দ্র গোস্বামী
জীবন ছবির চিত্রনাট্যে নায়ক সেজেছি আমি,
চোরা গলিতেই সুখ খুঁজেছি,
বল হীনতার সুযোগ নিয়েছি,
অলক্ষ্যে থেকে করুনার দান দিয়েছে অন্তর্যামী।
অন্যায়কে আগলে রেখে পা দিয়েছি পাঁকে,
কুশলী হাতের শিল্প কলায়,
উপার্জনে কোনো ক্ষোভ নাই,
দু'হাত বাড়িয়ে গুছিয়ে নিয়েছি আখের নিজের দিকে।
বাস্তবের এই রঙ্গমঞ্চে তোমরা চুনো পুঁটি,
কষ্ট তোমার বুকের পাঁজরে,
অশ্রু কণা পড়ছে ঝরে,
মনের মাঝেই আস্ফালনে ধরছো আমার টুঁটি।
মুক্তি পাবে না জেনেই গেছো আমার চক্র পথে,
একবার যদি পা টি রেখেছো,
নিস্তার নেই জেনেই গেছো,
যতই তুমি ছোটো না কেন ন্যায়ের আদালতে।
