STORYMIRROR

Sharmistha Mukherjee

Inspirational

3  

Sharmistha Mukherjee

Inspirational

নারীর শরীর

নারীর শরীর

1 min
257

নারীর শরীর এক

অপূর্ব মায়াময় কায়া, 

নারীর শরীর

স্নেহ-শান্তি-কাম ও জন্মের

নিবিড়, প্রশস্ত শীতল ছায়া। 


নারীর শরীর

জীবন চিত্রপটে , চিত্রিত ক্যানভাস, 

নারীর শরীর 

ভবিষ্যৎ প্রজন্মের দূরভাষ। 


নারীর শরীরের আঁকা-বাঁকা গড়নে

ললনাময়ী রূপ, 

নারীর শরীর হীরক খনি

এক রহস্যময় কূপ। 


নারীর ওষ্ঠধর

যেন মধুমাখা আবেদন, 

নারীর ওষ্ঠে প্রেমিক বা স্বামীর

নিবিড় ভালোবাসা-

নারীর ওষ্ঠ

প্রতিমূহূর্তে স্নেহের ললাট চুম্বন। 


নারী শরীরের বক্ষদেশে

সুগঠিত স্তনযুগলে,

বিধাতাপুরুষ সৃষ্ট

বহমানা স্তনধারা-

শিশুর ক্ষুধা করে নিবারণ। 


নারী শরীরের মধ্যভাগে

ডিম্বাণু-শুক্রানুর চিরন্তন খেলায়, 

তিলে তিলে আরেকটি প্রাণের

শুভ সঞ্চার। 


নারী শরীরের নিম্নভাগে

প্রাণপুরুষের বীর্যস্খলন, 

পরবর্তী জন্মের পবিত্র

জন্মস্থান, যোনিপথ। 


নারীর ঊরুভাগ

নাঃ, লজ্জা নয় সেতো! 

বিপরীত জোড়াভাঁজে

সুবিস্তৃত কোল, 

প্রেমিক বা স্বামীর অবাধ আবদার

কোলে মাথা রেখে শোবার ছল-

সন্তানের নিশ্চিত নিরাপদ আশ্রয়। 


নারীর শরীর অতি পবিত্র

ঋতুস্রাবে ঋতুমতী, 

ঋতুস্রাবই বয়ে আনে খুশির সংবাদ

নারী তুমি গর্ভবতী। 


নারী শরীর মানে, রূপবতী

নারী শরীর মানে, গুণবতী 

নারী শরীর মানে, ঋতুমতী

নারী শরীর মানে, যৌবনবতী

নারী শরীর মানে, কামুকরতি

নারী শরীর মানে, গর্ভবতী 


নারী শরীরের প্রতি যাদের

লালসাময় দৃষ্টি, 

তোমরা জেনো ভালো করে

নারীই তোমাদের গর্ভধারিণী

নারীর গর্ভেই তোমাদের সৃষ্টি। 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational