STORYMIRROR

Paula Bhowmik

Action Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Action Fantasy Inspirational

নামটা ভুলে গেছি

নামটা ভুলে গেছি

1 min
353

আমি তো বেশ অনেকটাই কালো, তাতে কি হলো !

দিদা, মা, মাসি, পিসিরা ফর্সা, এতে কি এলো গেল?

কোনোদিন "ফেয়ার এন্ড লাভলি" তো মাখিনি,

ফর্সা হতে আমি কখনো, কোনোদিন চাইনি।

উপরন্তু দিদা যখন আমাকে "সাঁওতালনী" বলেছে,

ছোটোবেলাতেই কিছু না বুঝেও গর্ব অনুভব করেছি।

আমার চেয়েও অনেক কালো মেয়ে আমি দেখেছি,

চকচকে কালো ঝলকা মাসিকেও ভালোবেসেছি।

সাদা সাদা মুক্তোর মালার মতো তার দাঁতের সারি,

আমাকে দেখেই যে হেসে উঠেছে, আহা! মরি মরি !

আমার সাথেই কলেজে পড়া কেমিস্ট্রির কাকলি, 

এতো সুন্দর ছিলো দেখতে ! মনে মনে ভাবি কালি ! 

মনে পড়ে গেল আরেকটি কালো মেয়ের কথা, 

নামটা তার আমি একেবারেই ভুলে গেছি। 

আসলে মোটে একদিন ই তো ওকে দেখেছি ! 

এসেছিলো পাশের বাড়িতে, রান্নার কাজ খুঁজছে, 

অল্প বয়সেই সেই মেয়েটি বিধবা হয়ে গেছে। 

তার একমাত্র মেয়েকে সে পড়তে হস্টেলে রেখেছে, 

আমি তাকিয়ে অবাক হয়ে "ওমা! তুমি কি সুন্দর! " 

কথাটা বলতেই হাউমাউ করে কেঁদে উঠেছে। 

তাকিয়ে দেখি চোখ থেকে ওর জল ঝরছে! 

কে জানে ! আগে ওকে, এই কালো রঙ নিয়ে, 

সারাজীবনে কত কথাই যে শুনতে হয়েছে ! 

বড় হয়ে পড়ার বইতে মেলানিনের কথা জেনেছি,

কথাটা ভেবে কিন্তু আমি বেশ মজাই পেয়েছি।

বললে রেগে যাবে লোকে তবে কথাটা তো সত্যি!

মেলানিন"এর ব্যাপারে, যে যত ফর্সা সে ততই ফতুর,

কালো যতো,তার আছে মেলানিন তত! আমি চতুর?

আর এই মেলানিন তো উপকারী বন্ধু সবার স্কিনের, 

আমাদের চামড়া কে করে রক্ষা হাত থেকে রোদের।


Rate this content
Log in

Similar bengali poem from Action