না পাওয়া চাওয়া
না পাওয়া চাওয়া
জীবনের সব প্রাপ্তির মাঝে তবুও কিছু না পাওয়া- চাওয়া থেকেই যায় অবশিষ্ট জীবনের জন্য,
হারিয়ে পেয়েছি অনেক, তবুও এই হারানো একান্ত।
হাজারও চোখের জল লেপটে আছে শরীরের ক্ষত স্থানে,
ভুলে গেছি সুখের অন্তর্জালে কিছু স্মৃতি।
সুস্পষ্ট বেদনার দগ্ধ কোলাহলে তৃপ্ত হাহাকার।
তবুও হারানো চাওয়া আর অপ্রাপ্তির ভয় একত্রে তৈরি করে চলেছে সংকীর্ণ বসবাস।
তবুও কিছু চাওয়া পাওয়া বাকী থেকেই যায় অবশিষ্ট জীবনে,
তবুও অতীতকে কুড়িয়ে নিয়ে চলতে হয় ভবিষ্যৎকে।
