STORYMIRROR

Sharmistha Mukherjee

Abstract Inspirational Others

3  

Sharmistha Mukherjee

Abstract Inspirational Others

মুখোশের আড়ালে

মুখোশের আড়ালে

1 min
318


মুখের আড়ালেই মুখোশ আর

মুখোশের আড়ালেই মুখ  

মুখোশের নাই তুলনা , 

এই রদবদলের ধারায় সকলের

মুখোশটাই মহামূল্যবান গহনা । 

কেউ কি জানে মুখোশের রং ? 

নিত্যদিন নিত্যনতুন রংধারী মুখোশ 

এক অদ্ভুত সাদা-কালোর সংমিশ্রণ , 

মুখের আড়ালেই মুখোশ আর

মুখোশের আড়ালেই মুখ । 


কার মনে কি লুকানো আছে

নেই তো বোঝার উপায় , 

খুলে না যায় মুখোশের রহস্য  

মুখোশধারীরা সব রয়েছে দাঁড়িয়ে

নিজ নিজ মুখোশের পাহারায় । 


মুখের আড়ালেই মুখোশ আর

মুখোশের আড়ালেই মুখ , 

মনের গভীরে পোষ্য ষড়রিপুর ষড়যন্ত্র

আর মুখোশের আড়ালে শুধুই শান্তির মন্ত্র -


" ওঁ স্বস্তি নো ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ।

 স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ।

 স্বস্তি নোস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ।

 স্বস্তি নো বৃহস্পতির্দধাতু

 ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ।। "


মুখোশ যতোই দেখতে সুন্দর

ততোই তাতে গভীর দুখ , 

মুখের আড়ালেই মুখোশ আর

মুখোশের আড়ালেই মুখ । 


বিধাতার সৃষ্ট মুখকান্তি এখন

রংবাহারি মুখোশের আড়ালেই নিভন্ত , 

মুখোশের আড়ালেই আসল মুখ

শুধু বাইরের মুখোশটাই জীবন্ত । 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract