মরুবিলাস
মরুবিলাস


প্রতিশ্রুতিরা বড়ই ঠুনকো আজ,
চেনা মুখ যে অচেনা দিনে-রাতে!
অস্তিত্ব রক্ষার ফাঁকা আওয়াজ,
বদলে যাওয়ার তীব্র অজুহাতে।
দিশেহারা পৃথিবী হচ্ছে নিঃশেষ,
বুভুক্ষু জগতে শুধুই বিভীষিকা;
একলা মরুভূমি ছিলই তো বেশ,
দহনতৃষ্ণা ধরালে কেন মরীচিকা!
নিজের সাথে যুদ্ধ কেবল, দিনশেষে তো সর্বহারা,
ভেতর ভেতর নিঃস্ব সবাই, সবাই আমরা ছন্নছাড়া।।