মরুভূমিতে গঙ্গা
মরুভূমিতে গঙ্গা


মরুভূমিতে ছোট পুকুরও গঙ্গা হয়।
একাকীত্বে বিড়ালছানাও সঙ্গ দেয়।
কারো প্রাণ বাঁচে নিঃশ্বাসে,
আর কারো বা প্রেমে বিশ্বাসে,
কখনোবা সাদাকালো নানান রঙ্গ দেয়।
চেয়ে দেখো জীবন কতো খাঁটি।
বালির ওপর যেন মেঠো পথ ধরে হাঁটি।
যেখানে ক্যাকটাসে হয় তুলসী পুজো,
সেখানে অবশ্যই আমায় খুঁজো,
সাহারায় আমি পেয়েছি বৃন্দাবনের মাটি।