মনুষ্যত্বের ইতিবৃত্ত
মনুষ্যত্বের ইতিবৃত্ত


ঝড়ো বাতাসে বেবুনের মতো এক অদ্ভুত প্রাণী,
হাতে পায়ে চকমকি রঙ্গের পালিশ..
ঠোঁটের কোনে ভয়ংকর এক ক্রুরতা..
চোখের জলে ভাসা নীল ছোবলের সরীসৃপ...!
পড়নে আধুনিকা.
মননে অর্থ কৃমি জীব...!
এতো কিছুর পরেও
আজকের পৃথিবীতে তারা প্রজনন করে,
শহরের আলোয় শান্ত দুপুরের মতো বাঁচে..!
এক সৃষ্টির মৃত্যু হলে,
আবার নতুন সৃষ্টির ধ্বনি ভেসে আসে...!
এরা, বেজন্মা কীট হয়ে
স্রষ্টার মুখে ঘিয়ের প্রদীপ তুলে ধরে..
আবার তীব্র হিংস্রতায় সেই স্রষ্টার বুকে
পাথরের আঘাত করতে পারে....!
চুপ..
চুপ করো সবাই..
একদম কথা বলো না...
ঈশ্বর মগ্নতা নিয়ে মনুষ্যত্বের মৃত্যু দেখছেন...!
সেখানে কেও কেও আলোর নুপুর পড়ে আছে..
আবার কেওবা অমরত্বের মোহ ঘুঙুর....!
এবার চলো,
রাত পেরোবার আগেই শ্মশান যেতে হবে....!
শরীরটা জীবন্ত ঘুরছে
কাঙ্ক্ষিত আত্মাহুতির জন্য.....!