মনখারাপ
মনখারাপ
কিছুতেই আসেনা ভাবনা,
হয়না কিছু লেখা,
শুধুই ঘুরিয়ে ফিরিয়ে,
আবল তাবল দেখা।
কি যে হলো জানি না তো,
শূণ্য মনের ঘরে,
হতাশা নীরবে থাকে,
অবহেলায় পরে।
বাকীরা সব কোথায় গেল,
নেই তার কোন সন্ধান,
আনন্দের ওই সত্যের সাথে,
গুহায় হয় অবস্থান।
মন খারাপের পাল্লা করে,
ক্যাচ ক্যাচ শব্দ,
সবাই মিলে করছে আমায়,
আজকে বড়ো জব্দ।
