STORYMIRROR

Mahfujur Rahaman

Abstract Romance Tragedy

3  

Mahfujur Rahaman

Abstract Romance Tragedy

মনের আড়ালে

মনের আড়ালে

1 min
228

এই মনখারাপের স্টেশনগুলো হায় বড্ড অন্ধকার

একলা বসে চেষ্টা করছি মনকে বোঝবার।

আজ নেই পাশে নেই তোমার ভালোবাসার সেই হাত,

এই মন করছে শুধু আজ কালের তফাত।

সকালগুলোয় ভীষণ আলো, রাত্রি বড় কঠিন,

তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো আজ হলো ভিত্তিহীন।

আমায় দেওয়া তোমার প্রমিসগুলো,

যেন শুধু একমুঠো ধুলো,

উড়ে গেছে স্বল্প একটু হাওয়াতেই।

তোমার সেই মিষ্টি হাসি গুলো,

হঠাৎই যেন হাওয়ায় মিলিয়ে গেলো,

সেগুলো ফিরতে চায়না কিছুতেই।

তোমার সেই উপহারগুলো আজও যত্নে রাখা আছে,

যদি চাও সেগুলো ফিরিয়ে নিয়ে যেও তোমার কাছে।

না চাইলেও তোমায় এ মন তাও খুঁজতে থাকে,

তুমি যেন হঠাৎ অদৃশ্য হয়েছ সেই দিগন্তের বাঁকে।

যদি কখনো তোমার আমায় মনে পড়ে,

একটা ছোট চিঠি লিখো হালকা কালির অক্ষরে।

যেন আবার অল্প করে

মেঘ এসেছে আমার ঘরে

কারোর সাথে গল্প করার সময় যে আর নেই ।

তোমায় দেখতে ইচ্ছে করে,

তাও ঘুরবো না আর তোমার দোরে,

এবার থাকবো তোমার আড়ালেই।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract