STORYMIRROR

Sudeb Bhadra

Romance

3  

Sudeb Bhadra

Romance

মনে রেখো(17)

মনে রেখো(17)

1 min
179


প্রথম যেদিন তোমায় দেখেছিলাম

তখনই বুঝতে পেরেছিলাম, 

তুমি আমার খুব কাছের বন্ধু। 

তোমার প্রতিটি আওয়াজ

আমাকে জানিয়ে দিয়েছিল

তোমার-আমার বন্ধুত্ব

বহু জনম্ আগেই রচিত হয়েছিল

কোনো এক অজানা শক্তির কৃপায়। 


তোমারই মধ্যে প্রথম দেখেছিলাম

সেই অকৃত্রিম অসীম ভালোবাসা, 

যা প্রকৃত বন্ধুর মাঝেই খুঁজে পাওয়া যায়। 

আমিও পেয়েছিলাম তার কিছু অংশ

তাই নিয়ে আজও গর্ব করি। 

সেদিন তোমার প্রতিটি গুনের ছোঁয়া, 

তোমার বলা প্রতিটি ভাষা

আমাকে মুগ্ধ করেছিল

যেমন আজও করে। 

আমার সমগ্র হৃদয় জুড়ে

কি যেন বয়ে গিয়েছিল মিষ্টি হাওয়ার মতো, 

আমি খুব স্বস্তি পেয়েছিলাম। 

তোমার সাথে দেখা হওয়ার প্রতিটি মুহূর্ত

আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। 

তোমার প্রতিদিনের মুখের ছবি

আমার হৃদয়ের কোনো এক প্রকোষ্ঠের মাঝে

অনেকটা জায়গা করে নেবে। 

কত স্বপ্ন দেখেছিলাম সারারাত ধরে, 

স্বপ্নের মাঝে শুধু তোমার সাথে পথ চলা, 

হাতে হাত রেখে একই পথে

তা আর হল না এই জনমে। 

কালের নিয়মে তুমি আজ বহু দূরে

অনেক দূরত্ব আজ তৈরি হয়েছে। 

দূরত্ব যতই বড়ো হোক না কেন

আমার মহাকর্ষ বল চিরদিনই 

তোমাকে আমার কাছে টানবে, 

আমি তোমাকে মনে রাখবো চিরকালই। 

আমাদের চিরসত্য এই বন্ধুত্ব

আমার এই কবিতার মাধ্যমে চিরকালই

অমর হয়ে থাকবে বিশ্ববাসীর কাছে। 

সারাজীবন তোমার রঙীন হোক, 

প্রতিটি দিন তোমার সুন্দর হোক, 

তুমি জীবনে অনেক বড়ো হও, 

যেন বহু বছর পরেও

তুমি আকাশে প্রজ্জ্বলিত সূর্যের মতো

গুনের আলো বিকিরণ করো

প্রতিটি মানুষের হৃদয়ের মাঝে, 

তোমার প্রতিটি স্পর্শে যেন

সমগ্র ভুবন আলোকিত হয়, 

বিশ্ব স্রষ্টার কাছে আমার এই প্রার্থনা রইল। 

আমার কাছে কিছুই নেই আজ

তোমাকে দেওয়ার মতো, 

যা আছে আমার কাছে

তার সবটা দিয়ে আমি 

গেঁথে দিলাম এই কবিতা, 

তোমার মনের মহলে। 

তোমার জন্মদিনের ছোট্ট এই উপহার

আগাম দিলাম তোমায় শুভ্রদ্বীপ। 

উপহারের প্রতিটি অণুতে দেখো

কেবল একটিই কথা লেখা আছে

শুধু আমায় "মনে রেখো"।


                 


Rate this content
Log in

Similar bengali poem from Romance