মন খারাপের গল্প
মন খারাপের গল্প
সব ভালো থাকা শেষ হয়ে এলে
ক্লেশ জমে থাকে অল্প,
শুরু হয় আবার নতুন করে
'মন খারাপের গল্প'!
দুচোখ যেদিকে দেয় পাড়ি
দূর অজানায়,
পায়সে খুজে ঐ নীল আকাশে
মেঘের রাজ্যে ঠাঁয়।
স্থির হয়ে কখনো যদি দেখতে
থাকি কিছু,
ভাবনারা সব ঘুরাফিরা করে
স্তব্ধতার পিছু।
ভুলে যায় এই দুনিয়াটাকে
দিন করি বিচরণ,
মনে হয় শুধু চলে যাবো আমি
কি করলাম আজীবন!
সব যদি মিছে মায়া মমতারা
দয়া পরিমানে সল্প,
মন ভালো হয়, খানিক বাদেই
শুরু হয়ে যায়, 'মন খারাপের গল্প'।
