মিষ্টি স্বাদ
মিষ্টি স্বাদ
রোগের নামটা মধুমেহ,
মিষ্টি আমার বড়ই প্রিয়,
জীবনের সুখ পেতে চাই তাই মিষ্টি ছাড়তে পারি না।
মিষ্টি ছাড়া সফল জীবন মানতে আমি পারি না।
দোহাই তোমার আমায় তুমি মিষ্টি ছাড়তে বোলো না।
আমি, মিষ্টি ছাড়তে পারি না।
জীবন আমার জটিল বড়,
শর্করাকে নামিয়ে ধরো,
তবু তুমি ইচ্ছে করে মিষ্টিতে টান দিও না।
মিষ্টি ছাড়া বাঁচার মানে খুঁজেও তুমি পাবে না।
দোহাই তোমার আমায় তুমি মিষ্টি ছাড়তে বোলো না।
আমি, মিষ্টি ছাড়তে পারি না।
রসগোল্লার রসের টানে,
চেয়ে থাকি তোমার পানে,
কেন যে আমি নিশ্চয় করে রসের স্বাদটা পাবো না।
রসের ধারায়, তোমার বাধায় মানতে আমি পারি না।
দোহাই তোমার আমায় তুমি মিষ্টি ছাড়তে বোলো না।
আমি, মিষ্টি ছাড়তে পারি না।
যদিও আমি নিজের দোষে,
ভেসে গেছি আজ রোগের দেশে,
চাহিদা মতো মিষ্টি পেলে, বাড়ি মাথায় করি না।
এক টুকরো মিষ্টি খাওয়া মানতে আমি পারি না।
দোহাই তোমার আমায় তুমি মিষ্টি ছাড়তে বোলো না।
আমি, মিষ্টি ছাড়তে পারি না।
মিষ্টি কথা, মিষ্টি স্বপ্ন,
খাবার পাতে পায়েসান্ন,
মিষ্টান্নের সঙ্গ বিনা চলতে আমি পারি না।
মিষ্টি খাওয়া আমার নেশা, ছাড়তে আমি পারি না।
দোহাই তোমার আমায় তুমি মিষ্টি ছাড়তে বোলো না।
আমি, মিষ্টি ছাড়তে পারি না।
তুমি দোষ গুন বিচার করো,
অসুখের ভয় দেখাও বড়ো,
মিষ্টির স্বাদ অন্যের সাথে ভাগ করতে বোলো না।
যতই আমার অসুখ বাড়ুক, মিষ্টি সুখে ছাড়ি না।
দোহাই তোমার আমায় তুমি মিষ্টি ছাড়তে বোলো না।
আমি, মিষ্টি ছাড়তে পারি না।
