STORYMIRROR

Nityananda Banerjee

Romance Fantasy Others

3  

Nityananda Banerjee

Romance Fantasy Others

মহাপ্রস্থানের পথে

মহাপ্রস্থানের পথে

1 min
150


পাখির কাছে পারব না আর হারতে,

পারব না আর তাকে পুনরায় মারতে ।

উড়ুক সে তার পথে,

জটায়ুর মত দেব না বাধা রথে ।

অজানা পথের বাঁকে;

যদি ফিরে পাই তাকে ,

যুদ্ধ না হয় চলুক কিছুকাল,

রাজা দশানন সীতাকে করেছে ঢাল ।

তার চেয়ে বরং যুধিষ্ঠিরের মতন ;

গড়ে নেব এক আনমোল মহারতন ।

সময় হয়নি অগস্ত্য যাত্রার ;

দেখতে চাই নরকের সুর কতখানি মাত্রার।

নরক তো এক চিরপরিচিত স্থান,

শুনেছি সেথায় আর নেই সংকুলান;

স্থানাভাবে রয় যারা,

বন্ধ অন্ধকারা,

তাদের জন্য গড়ব প্রাসাদ খোলা আকাশের নীচে,

নয়তো আমার গোটা জীবনটাই মিছে ।

অচেনা জায়গা অজানা জনের মাঝে,

বেঁচে থাকা ভালো ; সুবিধে হয় কাজে ।

পাবে না কেউ আগের পরিচয় ;

স্বর্গ নরক কোন কিছুই নয়,

বিশ্বমানবতা;

চিরদিনের কলুষনাশিনী কথা।



Rate this content
Log in

Similar bengali poem from Romance