মধুছন্দা, আমার প্রেরণা
মধুছন্দা, আমার প্রেরণা


শব্দ পুষ্প চয়ন করে
পাগল আমি মালা গাঁথি ---
মালা খানি তোমার হাতে
দেবো ভেবে দাঁড়িয়ে থাকি।
কবে আমার সেদিন হবে
তুমি এসে হেসে বলবে ---
এ মালা তো আমার জন্য ---
সেদিন মালা গাঁথার খেলায়
পুষ্প হবে এক অরণ্য ।
আমি শব্দ দিয়ে ছবি লিখি
সেই ছবিতে তোমার হাসি ---
ধরব বলে স্বপ্ন দেখি ।
তোমার হাসির আলোয় আমার
কথার মালা দৃষ্টি গোচর ,
তোমার আঙুল ছোঁয়ায় আমার
কথার ছবি বাঙ্ময় ভাস্বর।
তোমার স্বরে আমার শক্তি
মধুভাষী মধুছন্দা --
কাব্য বনের গন্ধ দিলে
স্নিগ্ধ রজনীগন্ধা!