মায়ের হাতের রান্না
মায়ের হাতের রান্না
আমি ভোজনপ্রিয় নই
তবে বাঁচার জন্য খেতে তো হয়
তাই প্রাণভরে খাওয়া বলতে
তখন আমার মায়ের হাতের রান্না
এখন মা নেই তাই বউয়ের হাতের রান্না
তৃপ্তি ভরে খাই।
এর বাইরে কাজে থাকার সময়,
নেমতন্ন বাড়ি, কুটুম বাড়ি এবং হোটেল রেস্টুরেন্টে
খেতে হয়েছে
এখনও খেতে হয়
কিন্তু তৃপ্তি করে খাওয়া বলতে
আমার মায়ের হাতের
আর আমার বউয়ের হাতের রান্না।
এই খাওয়া যে যত বেশি খেয়েছে
সেইই পেয়েছে
মায়ের মত এই পৃথিবীর অসীম সুখ
অপার আনন্দ আর আন্তরিক অনন্ত হৃদয়।
