Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Bhattacharya Tuli Indrani

Tragedy

3  

Bhattacharya Tuli Indrani

Tragedy

মায়ের দান

মায়ের দান

1 min
2.1K


ধীর পায়ে এসে মেয়েটি দাঁড়ালো ব্রিজের ওপরে,


পায়ে শক্তি নেই।


সারাদিন খাওয়া হয়নি, গেছে প্রচুর ধকল


হাতে নেই একটাও টাকা...


হতে হয়েছে নাস্তানাবুদ, পুলিশের জেরায়


প্রমাণ করতে পারেনি সে


নিজেকে নির্দোষ।


এখন শুধু অপেক্ষা, তাকে যে শিখতে হবে।


একদিন ছিলোনা এমন...


কলেজে, সমাজ কল্যান বিভাগের


কৃতি ছাত্রী ছিল সে।


মা তার, নারী সমিতি চালান


বাবা থাকেন বিদেশে।


মায়েরই আগ্রহে সে বিষয়টিতে


উৎসাহ পায়...


পড়াশোনার সুবাদেই যাতায়াত তার


নিষিদ্ধ পল্লীতে


দরদী, কোমল মন-


একটু একটু করে জড়িয়ে পড়ে


মেয়েগুলোর জীবন- যাত্রার সাথে।


মা’কে যে দেখেছে সে,


এদের পাশে থাকতে।


এমনই এক দুপুরে...


একটি কিশোরীর পাশে ছিল সে,


দিদির স্নেহ নিয়ে।


রেড হল, পুলিশ এল


ধরে নিয়ে গেল তাকেও


সাহায্যের জন্যে সে বাড়ালো হাত


তার মায়ের দিকে...


সমিতি প্রধান চিনলেন না,


তাঁর মেয়েকে।


পদের সম্মান তাঁর কাছে অনেক বড়।


তাইই, আজ মেয়েটি দাঁড়িয়ে আছে


চোখভরা জল আর একপেট ক্ষিদে নিয়ে...


রোজই হয়তো তাকে এমনই দাঁড়াতে হবে।



Rate this content
Log in

More bengali poem from Bhattacharya Tuli Indrani

Similar bengali poem from Tragedy