বইমেলা
বইমেলা


বইমেলা সল্টলেক, সেন্ট্রাল পার্ক
বেরলো নতুন বই, রাম- শ্যাম- যদু- মধু
ডাক ডাক, সবাইকে ডাক।
হোমরা চোমরা- কেউকেটা, বড় বড় লোক
মুচকি হাসেন, "আহা, ভালো হোক! ভালো হোক! ভালো হোক।"
মোটা অংকের টাকা খেয়ে নিল প্রকাশক
প্রতিশ্রুতি অগণিত... সম্মান, পুরষ্কার, রয়ালটি চকাচক
দ্বারে দ্বারে নিয়ে ফেরে… মুখে দাড়ি, কাঁধেতে বই- বোঝা
দেখেই পালায় সব, ওই, ওই আসে বোকা- সোজা
সর্বস্ব খুইয়ে সে যে ভোগে মনোরোগে আজ
বছরে বছরে ফাঁপে বইমেলা... কে বাঁচে, কে মরে…
জানা কার কাজ?