চিঠি লেখার অভিজ্ঞতা
চিঠি লেখার অভিজ্ঞতা

1 min

392
প্রিয়'কে
চিঠি লিখেছি বাবাকে, চিঠি লিখলাম মা'কে
কিন্তু তোমায় লেখার আবেগ
এক্কেবারে অন্য যে।
ভালবাসা, আদর নিও, আর ভুলো না আমাকে
চিঠি পেয়েই চিঠি দিও, মনে যেন ঠিক থাকে।কোথায় আছ, কী খেয়েছ
শরীর তোমার ভালো তো?
জানতে চাওনি আমার কথা
আমিও আছি ঠিকমতো।
আসবে কবে, দেখা হবে
থাকবে ভালো আমার মন
তুমি কী চাও, জানি না তো
সঙ্গে থেক একটুক্ষণ।