জন্ম- মৃত্যু
জন্ম- মৃত্যু


জীবন- মৃত্যু পায়ের ভৃত্য
চিত্ত ভাবনাহীন
জীবনের শেষে মৃত্যু দুঃখ দেয় না আমায়
তুমি বল আমি পাষাণ-হৃদয়...
আমি বলি, আমি মহাঋষি আমি মৃত্যুঞ্জয়।
আমি যে দেখেছি, মৃত্যুর পায়ে মৃত্যু আসে
ঘূর্ণি ঝড়ের অট্টহাস্যে হা হা করে হাসে
কখনও সে আসে নীরবে-নিশীথে, জীবনের দেশে
শিঞ্জিনী রবে, মৃদুলে-মধুরে ব্রীড়াময়ী বেশে..
বন্দনা করি, বরণ করি যে মরন কে আমি
চিরসত্য কে করি যে স্বীকার...
বারে বারে নমি।