স্বীকারোক্তি
স্বীকারোক্তি


ফিরে এস
তোমাকে পেয়েও আঘাত করেছি, দূরে গিয়েছ যে চলে
শূন্য এ ঘরে, তবু যে তোমার স্বর শুনি প্রতি পলে...
বইয়ের পাতায় মুখ যে তোমার ভেসে ওঠে বারে বারে
'কে এসেছে!' বলে ছুটে যাই আমি শব্দ উঠলে দ্বারে।
হাসি যে তোমার, ভেসে ভেসে ফেরে, দূরে ও দূরান্তরে
তোমার হাতের ছোঁয়া যে এখনও পাই আমি এ'শরীরে।
আগের থেকেও আরও কাছে আজ, আছ যে আমাকে ঘিরে
পার না কী তুমি ছেড়ে চলে যেতে, কেন আস ফিরে ফিরে?
আমার জীবন সত্তা তুমি তো, সরাতে পারি না আর
ফিরে এস, ওগো ফিরে এস তুমি, চাই মনে বারে বার।