মায়া
মায়া


একদিন ঠিক চলেই যাবো,
সবুজ সাগর খুঁজতে,
নীল আকাশে কান্নাঝরা মেঘমল্লার বুঝতে।
চাঁদের পাহাড় কলঙ্কে,
আমার আপন বেলার যাপন খেলার জটিল অঙ্কে।
একদিন তো যেতেই হবে,
সব পেয়েছির দেশে,
সেই যাওয়া হোক কান্নাভোলা মধুর মুক্তোহাসি হেসে।
অপ্রাপ্তির ঝুলি থাক শূন্য,
প্রাপ্তিভরা অসীম চলায় ত্যাগী হয়ে সয়ে শতেক মায়ার পাপপুণ্য।
(বিষয়: আধ্যাত্মিকতা)