মানতে চায়না কেউ তবু মানতে হয়
মানতে চায়না কেউ তবু মানতে হয়
তিন দশকের বন্ধন ছিঁড়ে
তুমি জমা হলে
জানা চেনা স্মৃতির ভিড়ে
সেই ডুবিয়ে দিলে।
বুকের মাঝে শূণ্য নাচে
মন খারাপের তালে
এখান থেকে কেই বা বাঁচে
জয়ের টিকা ভালে।
তুমি আসবে বছর ষাটে
তা তো সবাই জানে,
তবুও কথার ঠাঠে বাঁটে
কেউ তো নাহি মানে।
এক আকাশ সমান অবকাশ
কর্মহীন হওয়ার ভয়
মেনে নিতে চায়না অভ্যাস
তবু মানতে যে হয়।
