মানভূম
মানভূম


আলপনা ভরা উঠোন,তালগুড়ির শুকনো হওয়া ঘুটে
কপ্তার ডাক, দেশি মুরগি ধান খায় খুটে খুটে।
ভরদুপুরে ছানি কাটা, ধার বাড়ে মুদির খাতায়
শারদ দেয়াল ভরে মায়ের আগমনী নির্ভয়ী বার্তায়।
মন না লাগা মানভূম মাতাল মহুয়ার নেশায়
ক্লান্তি মাখানো কয়লার গন্ধ ভাসে সুবর্ণরেখায়
দেহাতি কুড়মি মরদের চুম্বন আর ডিনামাইটের ক্ষতে।
মুন্ডা বউ কেন্দ পাতা তুলে আনে অনাগত ছায়াতে।
লাল রঙা রাস্তা শালের বনে মুছে গেছে পাহাড়ী ঝর্ণা
নালসে পিঁপড়ার অম্বল, অধিকার অনশন আর ধরণা
জলা জঙ্গল জমিন লাঙল অলচিকি অনাহার অর্ধাহার
বহুদূরে স্কুল ,মিডডে মিল, রেশন , খিদের গভীর পাহাড়।