মানব মূর্তি
মানব মূর্তি
যতো দূর খুশি উড়ে যায় পাখি
দিনের শেষে ফিরে নীড়ে,
নীল আকাশে স্বাধীন হওয়ার চেয়ে
বদ্ধ বাসা লাগে হীরে।
নীল দুনিয়ায় যতোই করো ফূর্তি
নৈতিক হয়ে মেলে দ্যুতি
বুজলে মানুষ দেখতে পাবে কোনটি
নিজের আসল মানব মূর্তি।
