STORYMIRROR

Orpita Oyshorjo

Tragedy Others

3  

Orpita Oyshorjo

Tragedy Others

মামা

মামা

1 min
2.5K


মামা , আট টা বছর কেটে গেলো তুমি বিনা 

দেখো কেমন করে আছি আমরা তুমি হীনা ।

দুঃখের ছাপ মনের মধ্যে এঁকে 

তুমি চলে গেলে আমাদের অনেক কষ্টে রেখে 

তুমি হীনা ব্যাথা অনেক বুকে ...

তোমার বিহনে আজ আমরা মরে যাচ্ছি ধুঁকে ধুঁকে ,

রাতের পরে দিন আসে , দিনের পরে রাত

তোমার কথা ভেবে যাই আমরা সারা দিন রাত


তুমি হীনা দু'চোখে শুধুই জল ভাসে 

বলো , তুমি এভাবে কেন চলে গেলে ।

আজ কোন রং নাই মনে , পরে আছে সব রং ঘরের এক কোণে 

আজ সব কিছু লাগে ফ্যাকাশে 

ওরে না রঙ্গিন ঘুড়ি ওই নীল আকাশে ।

আজ তোমার কথা বড্ড মনে পরছে 

কয়েক ফোঁটা চোখের জল অজান্তে গড়িয়ে পরছে 

তোমার সাথে কাটানো মূহুত্ত ভুলবো কিভাবে 

তুমিই তো ভালোবাসতে আমাদের সবাইকে ।

আজ তুমি নেই খাঁ খাঁ করে পীরগাছা , 

রেললাইন টাও তুমি ছাড়া কেমন যেন লাগে ফাঁকা ফাঁকা।

তোমার প্রিয় কামরাঙ্গার গাছ টাও শুকিয়ে যাচ্ছে

কামরাঙ্গার গাছটাও আজ তোমার ছোঁয়া পেতে চাচ্ছে ।

শেফালি গাছের নিচে তুমি আছো ঘুমিয়ে বাবা মায়ের সাথে , 

তবে দোয়া করি বহুদূর থেকে ,

 আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসি করে ।






Rate this content
Log in

Similar bengali poem from Tragedy