STORYMIRROR

Nabanita Patra

Inspirational Others Children

3  

Nabanita Patra

Inspirational Others Children

মা সরস্বতীর আরাধনা

মা সরস্বতীর আরাধনা

1 min
227

আম গাছেতে ধরলো মুকুল,

পাকলো যবের শীষ,

পলাশ ফুলে রাঙলো সকাল,

নিয়ে এলো দেবী সরস্বতীর শুভ আশীষ।


মাঘের শুক্লপক্ষে শ্রীপঞ্চমী তিথিতে মায়ের আগমন,

ছোট, বড় সকলেই করে পূজার আয়োজন।


উত্তর ও দক্ষিণে তুমি চতুর্ভূজা, ময়ূরবাহনা,

পূর্বে তুমি দ্বিভূজা, মরালবাহনা।


শ্বেতবর্ণা তুমি শ্বেত পদ্মে আসীনা,

মুক্তার হারে ভূষিতা তুমি,

শ্বেতপুষ্পে শোভিতা।


শ্বেতবস্ত্র পরিহিতা তুমি,

সর্বাঙ্গে শুভ্রতায় পরিপূর্ণা।

বীণাপুস্তকধারিণী তুমি,

শ্বেত অলঙ্কারে সজ্জিতা,


বাক্য সৃষ্টি কর তুমি তাই নাম বাগদেবী,

বীণা হস্তে তাই নাম বীণাপাণি।


কুলপ্রিয়া, পলাশপ্রিয়া, ভারতী, সারদা, শতরূপা,

বিভিন্ন নামে তুমি অভিহিতা।


অভ্র-আবির, দোয়াত-কলম,

শ্লেট-পেন্সিল ও আমের মুকুল,

দেবীর পূজার বিশেষ উপকরণ।


পাড়ায়, গৃহে, বিদ্যালয়ে,

সবাই মেতেছে তোমার পূজায়।

ভোরের বেলা স্নানটি সেরে,

বাসন্তী রঙের পোশাকে সেজে,

করছে তোমার আরাধনা।


বিদ্যা ও জ্ঞানের দেবী তুমি,

তোমার আশীর্বাদে শিশুদের হয় হাতে খড়ি।


তোমার অমৃতস্পর্শে মলিনতা হোক মুক্ত,

তোমার বিদ্যায় সবার জীবন হোক জয়যুক্ত।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational