STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Tragedy Others

3  

Nityananda Banerjee

Abstract Tragedy Others

লোডশেডিং

লোডশেডিং

1 min
2

এই যাহ্, চলে গেল !

রাত্রির শেষ ট্রেনের মত,

কানে কানে বলে গেল -

থাকো বসে অপেক্ষায় রত ।

আবার আসিব ফিরে নীড়ে নীড়ে,

জোনাকির স্বাদ দিতে জিহ্বায় ,

এরি মাঝে ঘাম জমে ধীরে ধীরে -

উদ্বাহু বগলের উলঙ্গ দু' গুহায় ।

এই যাহ্ ! এসেছিল ক্ষণিকের অতিথি সে,

আঁধারের দিক ফুঁড়ে ঝলকে,

ওই যাহ্ ! চলে গেল , বাধাই বাদিবে কে -

চোখের পাতার এক পলকে ।

আশা আর দুরাশার তরী বেয়ে -

ক্ষণ কাটে যেন বুক ফেটে যায়,

শরীরের লোমকূপ ঝর্ণার মত হয়ে,

সারা দেহে কুলু কুলু বয়ে যায় ।

টাঙ্কিতে জল নেই -

গা ধোব কেমনে যে জানি না,

ঘাম জলের স্নানকেই -

মনে করে পূত:জল আনি না ।

কারেন্টের নেই দেখা - আঁকাবাঁকা পধ ধরে,

খালি গায়ে ঘাম পড়ে জড়িয়ে,

পাশা খেলায় হার মেন লুকোচুরি খেলা করে -

পাঁচ পাণ্ডব তৃষা হরিয়ে ।

হাতের পাঁচ মোমবাতি নিভে যায়-

একসময় যে ছিল জ্ঞানালোক ,

মাথা ঠুকে মরি, সবে করি হায় হায় -

লোডশেডিং বুঝে না তো সেই শোক ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract