লকডাউন : ঘরের রাস্তায় ভ্রমণ
লকডাউন : ঘরের রাস্তায় ভ্রমণ


লক ডাউন এ বাইরে যাওয়া নিষেধ হলো আজ,
বাজার যারা রোজ ই যেত , পরলো কপালে ভাজ,
সবার সাথে গিয়ে মজে , টেনে ফোন এ রাশ ,
লক ডাউন দেখায় করার আরো অনেক
না গিয়ে বাইরে বারোমাস ?
মিটিয়ে ফ্যালো বাড়ির সব বাকি থাকা কাজ,
নাইবা দিলে বাইরে যাবার নতুন নতুন সাজ,
" বাইরে যেতে পারবোনা আর ?" মাথায় পরে বাজ ?
কবে বাঁধন খুলবে আবার কপালেতে খাজ,
আরে ঘরে যেসব রঙ্গতামাশা বেঁচে আছে আজও,
ওই গুলো সব থাকবে পরে - বলতে লাগে না লাজও?,
ওইগুলো সব পূর্ণ হলে , বাইরে যাওয়ার ভেবো,
সপ্তাহের একটা দিন আমিও এমন ছুটি নেবো,
সেই ছুটিতে কবিতার আর বেতারের নাটকের জয়গান,
সেসব শুনে ওতে ঢেলে দিই মন প্রাণ,
গল্প বই পড়ার শেষে। নাটকের দেশে ঘুরতে যাওয়া যায়,
এত সব দুনিয়ার পড়েও মন বাইরে যেতে চায় ?
বাইরে একদিন যাওয়াই যাবে স্বাদ পাল্টে আবার,
রাস্তার মাঝে মিট মিটে আলো এখন নাটকেই করো
সাবার ।