লিমেরিক: পাশ-ফেল
লিমেরিক: পাশ-ফেল


পরেশ স্যার বলতেন পাশ ফেল জীবনের রেস,
ডিগ্রি তুলে সরকারি চাকরি মানে ঘুস শেষমেশ,
দশের কাজে লাগলে দেশের কাজ...
ফেল করলে কিসের শরম লাজ,
জেনো ফেলিওর ইজ দি পিলার অফ সাকসেস ।
বাজবে শিক্ষার বারোটা উঠে গেলে পাশ ফেল,
দেশ যাবে উচ্ছন্নে চোর ছ্যাঁচোরের বাড়বে খেল,
টাকাকড়ির জন্য শিক্ষা অর্জন নয়...
নিজের হিতে সংস্কৃতির বর্জন নয়...
শিক্ষার অক্ষরেই আছে মানুষ হওয়ার সিদ্ধি শেল।