Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Sayani Banerjee

Classics

3  

Sayani Banerjee

Classics

লেখালেখির অনুপ্রেরণা

লেখালেখির অনুপ্রেরণা

1 min
320


ছন্দে ছন্দে মনের কথা 

সাজিয়ে নেয়া সহজ নয় -

বলার কথা অনেক আছে ,

তাদের কবিতা করা সহজ নয় l 


পাঠের নাম সহজ দিয়েও 

মস্ত কঠিন সাধনা সেসব ,

মজার ছলে সাজিয়েছিলেন 

অবলীলায় অ - বাস্তব l 


সহজ পাঠের প্রথম ছড়ায় 

চিনেছিলাম কুমোর পাড়া ,

সঞ্চয়িতা আর গল্পগুচ্ছ 

আমি শুন্য তাদের ছাড়া l 


কবির সেরা বিশ্বকবি 

অমল সাজে বন্ধু পেলাম ,

পড়তে পড়তে ছন্দে মত্তে

কবিতা হয়ে জড়িয়ে গেলাম l 


প্রেরণা সেই প্রথম দিনের 

বকশীগঞ্জ পদ্মাপাড়ে ,

' শেষের কবিতা ' বড় হয়েও 

লেখার জন্য বায়না করে ll


Rate this content
Log in

More bengali poem from Sayani Banerjee

Similar bengali poem from Classics